জাফলং পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

জাফলং পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:

ভারী যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ক্ষতির সম্মুখীন হয়। এ কারণে উচ্চ আদালতের নির্দেশে সিলেটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে বন্ধ রয়েছে পাথর উত্তোলন।

প্রায় ২ মাস ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক। রোববার জাফলং পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

রোববার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এ কারণে সিলেট জাফলং মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রক্ষিতে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।