চট্টগ্রামে পহেলা বৈশাখের আঁকা দেয়ালচিত্র নষ্ট করেছে দুর্বৃত্তরা

চট্টগ্রামে পহেলা বৈশাখের আঁকা দেয়ালচিত্র নষ্ট করেছে দুর্বৃত্তরা

শেয়ার করুন

a1dd6dce6cb96db48bdc1ac8383c15cf-58ede33e2f962চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে পোড়া মবিল ছিটিয়ে দেয়াল চিত্রগুলো নষ্ট করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, নববর্ষকে সামনে রেখে রাতে চারুকলার মূল গেইটের বিপরীত দিকের দেয়ালে আঁকার পাশাপাশি ভেতরে মঙ্গল শোভাযাত্রার প্রস্ত্ততিতে বিভিন্ন কাজ চলছিল। রাত ১টার দিকে হঠাৎ তারা দেখতে পান বাইরের দেয়ালচিত্র পোড়া মবিল দিয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

এ নিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান: রাত ১টার দিকে কয়েকজন যুবক মোটর সাইকেলে করে এসে দেয়ালচিত্রগুলো নষ্ট করে দিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার পর চারুকলার আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।