মুফতি হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা

মুফতি হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের চার সদস্য।

বুধবার ভোর ৬টার দিকে ‘মুফতি’ হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন, দুই মেয়ে নিশাত ও নাজনীন এবং বড় ভাই আলী গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করে। ভোর ৬টার দিকে কারাগারে এলেও তারা সাক্ষাতের অনুমতি পায় ৭টা ১০ মিনিটে।

মঙ্গলবার ‘মুফতি’ হান্নানের সঙ্গে দেখা করতে তার স্বজনদের বলা হয়। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা মুফতি হান্নান ও আরেক জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলকে রাখা হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে। সেখানেই তাদের সঙ্গে দেখা করতে স্বজনদের ডাকা হয়েছে।

ইতিমধ্যে ফাঁসি কার্যকরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।