চট্টগ্রামে আটক পাঁচ জঙ্গির রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামে আটক পাঁচ জঙ্গির রিমান্ড মঞ্জুর

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের ৫ সদস্যকে ৩টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে ৩টি মামলার রিমান্ডের সময় একসঙ্গে কার্যকর হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন সময় পাবে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার আদালতে পুলিশ পৃথকভাবে ৭ দিন করে রিমান্ডের আবেদন করে।

গত ৮ ডিসেম্বর নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিনকে আটক করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর উত্তর কাট্টলী মুকিত তালুকদারের বাড়িতে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নুরে আলম, হাফেজ আবু জার গিফারি ও ইফতিশাম আহমেদকে আটক করা হয়।

পরে নগরীর আকবর শাহ থানায় ৫ জঙ্গির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক ৩টি মামলা করা হয়। সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি মাইনুল ইসলামের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।