ঘুষ গ্রহণের দায়ে দুদকের কব্জায় ভূমি কর্মকর্তা

ঘুষ গ্রহণের দায়ে দুদকের কব্জায় ভূমি কর্মকর্তা

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় অভিযান চালিয়ে সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকেল ৪ টার দিকে শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিক-এর শো-রুম থেকে তাকে আটক করা হয়।

দুদক কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদক কুষ্টিয়া অফিসের উপ-পরিচালক আব্দুল গাফফার-এর নেতৃত্বে একটি টিম বুধবার শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুমে অভিযান চালায়। এসময় ওই দোকানের ভিতর জমির কাগজপত্র ঠিক করার নামে মাহফুজুর রহমান এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা নিচ্ছিলেন। দুদক টিম ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করে।

এ ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।