রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে তাগিদ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে তাগিদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে তাগিদ দিয়েছে বাংলাদেশ।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মিয়ানমারের বিশেষ দূত কিউ তিনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও সচিব শহীদুল হক। বৈঠকে সম্প্রতি কক্সবাজারে আশ্রয় নেওয়া ৬৫ হাজার রোহিঙ্গাকে দ্রুত ফেরত নিতে বলে বাংলাদেশ।

রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন কিউ তিন। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সং সূচির বিশেষ দূত হিসেবে গতকাল ঢাকায় এসেছেন মিয়ানমারের এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।