গভীর শ্রদ্ধায় নড়াইলে জাতীয় শোক দিবস পালন

গভীর শ্রদ্ধায় নড়াইলে জাতীয় শোক দিবস পালন

শেয়ার করুন

narail photo

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
সকাল ৯টা বাজার আগেই জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জড়ো হতে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষ। সকলের হাতে বিভিন্ন ধরণের মালা। উদ্দেশ্য একটাই। মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা।
বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদনে ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিও ফুলে ফুলে ছেয়ে যায়। এ সময় উভয় স্থানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা প্রশাসন,জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ৩দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে রয়েছে,আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ,দোয়া মাহফিল ভার্চয়ালের মাধ্যমে কবিতা পাঠ,রচনা,চিত্রাঙ্কণ,হামদ ও নাত প্রতিযোগিতা,১০০ খতমে কুরআন,বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রদর্শননহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।
জেলা আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে আলোচনা,এতিমদের মধ্যে খাবার বিতরণ। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে মিলাদ ও দোয়া মাহফিল।
এ সকল অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো.নিজাম উদ্দীন খানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কালিয়া উপজেলায় নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালনে শোককে শক্তিতে রূপান্তর করেছে বীর বাঙ্গালী।