উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

যান্ত্রিক ক্রটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা।

কারখানার মহা-ব্যবস্থাপক ওমর খৈয়াম জানান, রোববার রাত থেকে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটি দেখা দিলে সোমবার সকালে উৎপাদন বন্ধ হয়ে যায়।

উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। তবে মেরামত শেষ করে আবারো কারখানায় উৎপাদন চালু হতে অন্তত ৩ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

এর আগে, গ্যাস সরবরাহ বন্ধের পর দীর্ঘ ৭মাস বন্ধ থাকার পর গত ৩০ নভেম্বর কারখানাটি পুনরায় চালু হয়। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।