স্ত্রীর কথায় প্রধানমন্ত্রীর পদত্যাগ

স্ত্রীর কথায় প্রধানমন্ত্রীর পদত্যাগ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ঘোষণা দেয়ার পরপরই পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কী। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

৮ বছর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন জন কী। পদত্যাগের ঘোষণা দেয়ার সময় আবেগঘন কণ্ঠে তিনি জানান, আমার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত ছিল এটি। জানি না এরপর আমি কি করব।

তার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী বিল ইংলিশ। দেশটির ন্যাশনাল পার্টি তাদের আগামী সম্মেলন করার পূর্ব পর্যন্ত বিল এই দায়িত্বে থাকবেন।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, স্ত্রী ব্রোনাগের অনুরোধে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন জন কী। পদত্যাগের ঘোষণার পাশাপাশি তিনি জানান, আগামী ২০১৭ সালের নির্বাচনেও অংশ নেবেন না।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে হওয়া নির্বাচনে তৃতীয়বারের মত নির্বাচিত হন নিউজিল্যান্ডের ন্যাশনাল পার্টির এই জনপ্রিয় নেতা। ২০০৮ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।