আব্দুস সুবহানের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

আব্দুস সুবহানের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনা সদর থানায় দায়েরকৃত লুটপাট ও অগ্নিসংযোগ মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পাবনা আমলী আদালত ১ এর বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে বেলা সাড়ে বারোটায় কড়া নিরপত্তার মধ্য দিয়ে মাওলানা সুবহানকে আদালতে হাজির করা হয়। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আগামী ২১ জুন পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৩ সালের ৩০ আগষ্ট জামায়াতের নায়েবে আমীর ও পাবনা সদরের সাবেক সাংসদ আব্দুস সুবহানের নির্দেশে সন্ত্রাসীরা আব্দুল কুদ্দুসের চকদারপাড়ার বাড়িসহ, খাপড়াডাঙ্গি, দাসপাড়া ও গোয়ালবাড়ি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।