কোরিয় উপদ্বীপে মার্কিন রণতরী: ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় উ. কোরিয়ার

কোরিয় উপদ্বীপে মার্কিন রণতরী: ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় উ. কোরিয়ার

শেয়ার করুন

_95556608_8dd906f3-7995-475c-ad1f-ed48f0ee5705বিশ্বসংবাদ ডেস্ক :

কোরিয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছে উত্তর কোরিয়া।

যে কোনও ধরনের মার্কিন আগ্রাসন মোকাবিলার জন্য শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে উত্তর কোরিয়ার পক্ষে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক অনুশীলনকে কোরিয়া উপদ্বীপে আগ্রাসন বলেই বিবেচনা করে উত্তর কোরিয়া।

রণতরী মোতায়েনের এ আগ্রাসী পদক্ষেপে, যে কোনও ধ্বংসাত্মক পরিণতির জন্য মার্কিন কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে হুশিয়ার করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনও পর্যায়ের যুদ্ধের জন্য উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করে উত্তর কোরীয় কর্তৃপক্ষ।