আবারও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব

আবারও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব

শেয়ার করুন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব। গবাদি পশু থেকে সংক্রমিত এই রোগে আক্রান্ত হয়েছেন স্থানীয় অনেকেই।

Sirajgonj-Anthrax-BG20160509181148গত বৃহস্পতিবার থেকে পরবর্তী ৩ দিনে  উপজেলার চর-কৈজুরী ও গোপালপুর গ্রামে এনথ্রাক্স রোগে আক্রান্ত ২২ রোগীকে সনাক্ত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

গত ৮ আগস্ট চর-কৈজুরি গ্রামের একটি অসুস্থ গরুর মাংস গ্রামের প্রায় ৫০টি পরিবার বিতরণ করা হয়। এই গরুর মাংস খেয়েই তারা অসুস্থ্ হয়ে পড়েন বলে জানান ভুক্তভোগীরা।

শাহাজাদপুরে গবাদিপশুকে সঠিক সময়ে ভ্যাকসিন দেয়া এবং এনথ্রাক্সের ব্যাপারে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থাও নেই বলে অভিযোগ তাদের।