ব্রিটেনের সমুদ্রতীর থেকে ৫ জনের লাশ উদ্ধার

ব্রিটেনের সমুদ্রতীর থেকে ৫ জনের লাশ উদ্ধার

শেয়ার করুন

Coastguard and air ambulance at the scene in Camber Sands after reports three people were pulled from the sea. See National News story NNSANDS; Three swimmers were rescued from the sea as bathers looked on in shock today (Weds). Two rescue helicopters were scrambled to help the trio, who were given CPR treatment on the packed beach. The air ambulance and the search and rescue coastguard helicopters landed at the scene in Camber Sands, Kent shortly before 2.30pm. Paramedics gave emergency treatment to the casualties on the sand, while helicopters circled in the sky above. A spokesman for the Maritime and Coastguard Agency said they received a report at 2.15pm that "three people required urgent medical attention". Helicopters from Lydd and Lee-on-Solent in Hampshire were called. The spokesman added: "There is also a Senior Coastal Operations Officer on scene. An air ambulance has also been sent to the location. *** Local Caption ***

বিশ্বসংবাদ ডেস্ক:

ব্রিটেনের ক্যাম্বার স্যান্ড সমুদ্রতীর থেকে মোট ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি জানায়, প্রাথমিকভাবে ৩ জনের লাশ উদ্ধারের পর বুধবার আরও ২ জনের লাশ পাওয়া গেছে।

সমুদ্রতীরে বেড়াতে আসার পর সেখানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের মৃত্যুর কারণ হিসেবে জেলিফিশ বা সমুদ্রস্রোতের কথা বলা হলেও এখনও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

এর আগে তবে ক্যাম্বার স্যান্ড অঞ্চলে ৩ জনের লাশ উদ্ধারের পর সমুদ্রতীর থেকে সকলকে দূরে সরিয়ে নেয়া হয়। সেইসঙ্গে উদ্ধারকারী হেলিকপ্টার ও লাইফবোটের পাশাপাশি এয়ারবোটের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে মৃত ব্যক্তিরা সমুদ্র পথে আসা শরণার্থী বলে প্রাথমিকভাবে বলা হলেও সেটাকে গুজব বলে নাকচ করে দিয়েছে সাসেক্সে পুলিশ।

378D53B500000578-3756569-image-a-17_1472066015188