আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় কৃষক হত্যা

আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় কৃষক হত্যা

শেয়ার করুন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বোরোর জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছে। বুধবার উপজেলার বিশা ইউনিয়নের দর্শনগ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ফয়ের উদ্দীনের ছেলে নবির উদ্দীন (৫৩) গতকাল তার বোরো ধানের জমিতে পানি দেয়ার জন্য মাঠে যান। জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। এ সময় প্রতিপক্ষ ব্যক্তি নবির উদ্দীনের নাক মুখ জমির কাদাতে খুসে ধরলে শ্বাস রুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদোরুদ্দাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আত্রাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কৃষক লবির সরদার মারা যাবার পর আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কয়েক ঘন্টার মধ্যেই হত্যাকারী রাসেলকে দর্শনগ্রাম নদীর তীরে এক বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।