অ্যামোনিয়া গ্যাস আংশিক নিয়ন্ত্রণে

অ্যামোনিয়া গ্যাস আংশিক নিয়ন্ত্রণে

শেয়ার করুন

 

চট্টগ্রামচট্টগ্রাম গ্যাস চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারার ড্যাপ সার কারখানার ট্যাংক লিকেজের ফলে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস আংশিক নিয়ন্ত্রণে এসেছে। বিষাক্ত গ্যাসের প্রভাবে নদ-নদীতে ভেসে উঠছে মরা মাছ ও জলজ প্রাণী। তবে, সুস্থ হয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা।

এ দৃশ্য চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকার। সোমবার রাত ১১টায় রাঙ্গাদিয়ার বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন ডাই অ্যামোনিয়াম ফসফেট- ডিএপি সার কারখানায় গ্যাস ট্যাংক লিক হয়ে অ্যামোনিয়া গ্যাস বেরুতে শুরু করে। গ্যাসের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনার পর থেকেই অধিকাংশ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় । আর এলাকার আশেপাশের পুকুর-খাল-বিলে ভাসতে থাকে শুধুই মরা মাছ।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বিসিআইসি’র চেয়্যারম্যান এই ঘটনাকে প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলেই মনে করছেন। অন্যদিকে এই ঘটনার জন্য যারাই দায়ী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ্‌ উদ্দিন। এ ঘটনায় সোমবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া সব রোগী সুস্থ হয়ে বাসায় ফিরতে শুরু করেছে। তবে এখনও অনেকে হাসপাতালে আছেন।