অনিয়ম : ঠাকুরগাঁওয়ে দশ টাকা কেজির চাল বিতরণ বন্ধ

অনিয়ম : ঠাকুরগাঁওয়ে দশ টাকা কেজির চাল বিতরণ বন্ধ

শেয়ার করুন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে সরকারিভাবে চাল বিক্রির তালিকা নিয়ে প্রতিদিনই উঠছে অনিয়মের নানা অভিযোগ। হতদরিদ্রদের কথা বলা হলেও তালিকায় নাম উঠছে বিত্তবানদের। তাই ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে চাল বিতরণ কার্যক্রম।

সেপ্টেম্বর মাসের ৭ তারিখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য বান্ধব কর্মসূচীর  উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ঠাকুরগাঁওয়ে কর্মসূচী শুরু হয়। কিন্তু তালিকায় দুস্থদের নামের পাশাপাশি বিত্তবানদের নাম এসেছে, এমন অভিযোগ বিভিন্ন প্রচার মাধ্যমে এলে  নড়ে চড়ে বসে খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।

খোঁজ নিয়ে প্রশাসনও অভিযোগের সত্যতা খুঁজে পায়। তাই প্রতিটি ইউনিয়নে বিত্তবানদের পাওয়া দরিদ্রদের ১০ টাকা চালের সেই কার্ড ফেরতের আহবান জানায়। আর অভিযুক্ত সেই কার্ডগুলো ইতিমধ্যে বাতিলের প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। বর্তমানে চালবিতরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে তালিকা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও উপজেলা কর্মকর্তা।