ফিরে গেলেন তামিম

ফিরে গেলেন তামিম

শেয়ার করুন

253807

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে স্পিনারদের দৌরাত্ম। বাংলাদেশের চার উইকেটই নিয়েছে স্পিনাররা। এর মধ্যে সেঞ্চুরির আশা জাগিয়েও ৭৮ রান করে ফিরে গেছেন তামিম।

বাংলাদেশ ইনিংসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তামিম ও মাহমুদউল্লা। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি, স্বাগতিক ইনিংসকে ভালো অবস্থানে রেখেছে। তবে চা-বিরতির আগে মাহমুদউল্লা ৩৮ রানে আউট হন আদিল রশিদের বলে। এরপর মুশফিককে নিয়ে তামিম আবারও বড় জুটির পথে এগোচ্ছিল। কিন্তু বেটির বলে তামিমের ৭৮ রানের ইনিংস শেষ হলে, তা আর হয়নি।

১৬৩ রান চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তামিম আউট হলে মুশফিকের সঙ্গে জুটি বাধেন তামিম। দুজনে সাবলিলভাবে সামলে যাচ্ছেন ইংল্যান্ডের স্পিন। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯২ রান।

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিজেদের ইনিংস শুরু করা বাংলাদেশ, দলীয় ২৯ রানে ইমরুল কায়েস এবং মুমিনুলের উইকেট হারায়।

এদিকে, ৭ উইেকটে ২৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৩ রানে। অভিষিক্ত মিরাজ ৬, সাকিব ও তাইজুল নেন ২টি করে উইকেট।