সিকিম সীমান্তনিয়ে আবারও ভারত-চীনের মধ্যে উত্তেজনা

সিকিম সীমান্তনিয়ে আবারও ভারত-চীনের মধ্যে উত্তেজনা

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

সিকিম সীমান্ত ইস্যু নিয়ে আবারো ভারত-চীনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের অভিযোগ, বিরোধপূর্ণ ডোকলাম মালভূমিতে চীন যুদ্ধ বাঁধানোর পঁয়তারা করছে।

সীমান্তে সৈন্য অবস্থানের জন্য ভারতকে দোষারোপ করা হতাশাজনক বলেও মনে করছে দেশটি। চীন বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী সিকিম সীমান্ত অতিক্রম করে চীনের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন করেছে। ভারতের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না চীন। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধে যেতে বেইজিং প্রস্তুত বলে জানানো হয়েছে চীনের পক্ষ থেকে।

মঙ্গলবার চীনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ এ প্রকাশিত খবরে বলা হয়, তিব্বতের একটি বিচ্ছিন্ন অঞ্চলে ১১ ঘণ্টার সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এ খবরের পর থেকে আবারো উত্তেজনা বেড়েছে সিকিম সীমান্তে।