৭৫ বছর পর বরফের নিচে মিললো দম্পতির মৃতদেহ

৭৫ বছর পর বরফের নিচে মিললো দম্পতির মৃতদেহ

শেয়ার করুন

_96988078_glacierবিশ্বসংবাদ ডেস্ক :

সুইজারল্যান্ডে একটি হিমশৈলের নিচে এক দম্পতির মৃতদেহ পাওয়া গেছে। যারা ৭৫ বছর আগে ১৯৪২ সালে নিখোঁজ হওয়া মার্সেলিন ও ফ্রান্সিন দুমোলিন দম্পতি।

১৯৪২ সালে আল্পস পর্বতে নিজেদের গবাদি পশুর খোঁজ নিতে গিয়ে নিখোঁজ হন এই দম্পতি। তাদের সাত সন্তান ছিল। এদের মধ্যে সবার ছোট মার্সেলিন উদ্রি দুমোলিনের বয়স ৭৯ বছর।

তিনি বলেন, তাদের খোঁজ করে এসেছেন এতোদিন। অন্তত শেষকৃত্য করতে পারবেন তারা। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করা হবে।_96991406_mediaitem96990968স্থানীয় পুলিশ জানায়, গত সপ্তাহে স্যানফ্লেউরন হিমশৈলে একজন স্কি লিফট শ্রমিক এই দুই জনের মৃতদেহর সন্ধান পান। যেখানে কিছু ব্যাকপ্যাক, টিন ও গ্লাসের বোতল এবং নারী ও পুরুষের জুতার পাশাপাশি একজনের শরীরের কিছু অংশ দেখা যায়। মৃতদেহের পোশাক দেখে ধারণা করা হচ্ছে ৭০-৮০ বছর ধরে তারা সেখানে পড়ে আছে। মৃতদেহ দুটি অক্ষত রয়েছে।