যুক্তরাষ্ট্রে আইএস হামলা চালাতে পারে: এফবিআই

যুক্তরাষ্ট্রে আইএস হামলা চালাতে পারে: এফবিআই

শেয়ার করুন

fbiএটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই।

শুক্রবার এক বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করে সংস্থাটি। ওই বিবৃতিতে, বিভিন্ন গির্জাসহ বন্ধের দিনগুলোতে লোকজনের জমায়েতে হামলার বিষয়ে অনুসারীদের প্রতি যে আহ্বান জানিয়েছে আইএস, সে সম্পর্কে স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলেছে এফবিআই।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার বিষয়ে জঙ্গিদের পক্ষ থেকে অনলাইনে যেসব আহ্বান জানানো হয়েছে, ওই সব বিবৃতি তদন্ত করে দেখছে তারা। এফবিআই’র এক কর্মকর্তা বলছেন, আইএস ক্রমাগত তার সহানুভূতিশীলদের প্রতি হামলার জন্য যেসব আহ্বান জানিয়ে আসছে, তাতে বিভিন্ন ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের সংকেত থাকতে পারে।

এব্যাপারে পুলিশসহ নিরাপত্তা সংস্থাগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে, বড় দিনের অনুষ্ঠানগুলোতে নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে।