রাষ্ট্রীয় সংস্থগুলো আধিপত্য বিস্তার নিয়ে ব্যাস্ত : প্রধান বিচারপতি

রাষ্ট্রীয় সংস্থগুলো আধিপত্য বিস্তার নিয়ে ব্যাস্ত : প্রধান বিচারপতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাষ্ট্রের প্রতিটি সংস্থার অন্য সংস্থার ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা দেখা যায় বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের মধ্যে এ ধরণের প্রবণতা দেখা গেলেও বিচার বিভাগ এ প্রতিযোগিতায় নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন থেকে স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিমকোর্ট অঙ্গনের বাইরেও এই বিচারকাজ করা সম্ভব।

এ সময় ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণে ধীর গতির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। উচ্চ এবং নিম্ন আদালতে বিচারক সংকটের কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি।