নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল

নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নিজেদের সামর্থ্যটা হয়তো ভালো করেই জানেন বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন ও দলকে নেতৃত্ব দিতে যাওয়া সাবিনা খাতুন। তাই ২৬ ডিসেম্বর থেকে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠেয় নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দু’জনই বললেন টুর্নামেন্টে বাংলাদেশের প্রমীলাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা।

২৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশের মেয়েরা। আর ৩১ ডিসেম্বর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবেন বাংলাদেশের মেয়েরা। তারপরও সাফে তিনবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নামার আগে ছোটনকে ভাবাচ্ছে বয়সের ব্যাপারটিই।

কেননা ভারতের বেশিরভাগ সদস্যদের বয়স ৩০’র এর উপরে যেখানে তার শিষ্যদের সর্বোচ্চ বয়স ২৪ বছর। তারপরেও এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বিগত দিনগুলোর চেয়ে আরও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করলেন এই লাল-সবুজের কোচ। কেননা সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে ২০ সদস্যের দলটিতে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে ১৫ জনেরই।