মালদ্বীপে বিরোধী প্রার্থীকে জয়ী ঘোষণা

মালদ্বীপে বিরোধী প্রার্থীকে জয়ী ঘোষণা

শেয়ার করুন

2বিশ্বসংবাদ ডেস্ক :

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারদের হুমকি দেওয়ার পরও শনিবার নির্বাচন কমিশন, আনুষ্ঠানিক ফল ঘোষণা করে।

শনিবার কমিশনের মহাসচিব সালাহ রাশীদ জানান, নির্বাচনে ১৬ দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা ইব্রাহিম সোলিহ। এর মাধ্যমে দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের দ্বিতীয় দফা ক্ষমতায় থাকার আশা ভঙ্গ হলো।

নির্বাচনের পরদিন সোমবার পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। সংবিধান অনুযায়ী তিনি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন প্রেসিডেন্ট ইয়ামিন। নির্বাচনে বিজয়ী হওয়ায় ভারতপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম সালেহ’কে অভিনন্দন জানান চীনপন্থী ইয়ামিন।