জাতিসংঘে ভারত-পাকিস্তানের বাদানুবাদ

জাতিসংঘে ভারত-পাকিস্তানের বাদানুবাদ

শেয়ার করুন

BGXYHNWEBYI6RFCR5B4PS27BTMবিশ্বসংবাদ ডেস্ক :

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পূর্ব নির্ধারিত বৈঠক ভণ্ডুল হওয়ার বিষয়টি নিয়ে জাতিসংঘে বাদানুবাদে জড়িয়েছে দুই দেশ।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা বাতিলের কোনো পরিকল্পনা তার দেশের ছিল না। ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য আবারও পাকিস্তানকে অভিযুক্ত করেন সুষমা। তিনি বলেন, যে দেশ হাফিজ সাইদের মতো সন্ত্রাসীদের মুক্তভাবে ঘুরতে দেয়া সেই দেশের সঙ্গে আলোচনায় বসা অসম্ভব। সুষমা বলেন, ভারতের বিরুদ্ধে আলোচনার প্রক্রিয়া ছিনতাইয়ের অভিযোগ আনা হচ্ছে। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তার বক্তব্যে অভিযোগ করেন, পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কলকাঠি নাড়ে ভারত। শান্তি আলোচনা নিয়ে রাজনীতি করতে পছন্দ করে ভারত। এজন্য আলোচনা এড়াতে তারা মিথ্যাচার করছে।