সুনামির পর আবারো কেঁপে উঠছে ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৪০৮

সুনামির পর আবারো কেঁপে উঠছে ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৪০৮

শেয়ার করুন

_103633956_mediaitem103633955বিশ্বসংবাদ ডেস্ক :

শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর আফটার শকে আবারো কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ জনে। আহত হয়েছেন অন্তত ৫ শতাধিক মানুষ।

বিবিসি জানায়, ভূমিকম্প ও সুনামির পর শনিবার রাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের রাজধানী পালুতে আফটার শকে কয়েকটি ভবন ধসে গেছে। এসময় অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। এর আগে শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে আঘাত হানে সুনামি। এসময় পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।

ভূমিকম্প-সুনামির ধাক্কায় আহ্ত হন শত শত মানুষ। উপকূলে সন্ধান মিলেছে বহু মরদেহের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেককে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। চলতি বছরের গত ৫ আগস্ট দেশটির লম্বক দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণ হারায়।