মসুলে রাসায়নিক অস্ত্র হামলা, যুদ্ধাপরাধের অভিযোগ

মসুলে রাসায়নিক অস্ত্র হামলা, যুদ্ধাপরাধের অভিযোগ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরাকের মসুলে আইএস বিরোধী লড়াইয়ে রাসায়নিক অস্ত্র হামলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যা যুদ্ধাপরাধের শামিল। এমন অভিযোগ করে স্পর্শকাতর এই ঘটনাটি তদন্তের আহবান জানিয়েছে জাতিসংঘ।

ইরাকে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান লিস গ্রান্ডে জানান, এটি ভয়ঙ্কর একটি ঘটনা। রাসায়নিক অস্ত্র হামলা প্রমাণিত হলে তা হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

শুক্রবার ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে রাসায়নিক অস্ত্র হামলা করা হয়। তবে কোন পক্ষ এই হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এতে শিশুসহ ১২ জন শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, ফোস্কা পড়া এমনকি চোখ নষ্ট হওয়ার আশংকার মধ্যে রয়েছেন।

জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও স্থানীয়রা। এদিকে, আইএস জঙ্গিরা পানি সরবরাহ লাইন কেটে দেয়ায় অন্তত ৫০ দিন ধরে পানি সংকটে মসুলবাসী। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে চলে গেছে।