শাজনীন হত্যা মামলা: আসামীর রিভিউ খারিজ

শাজনীন হত্যা মামলা: আসামীর রিভিউ খারিজ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর গুলশানের নিজ বাড়িতে বহুল আলোচিত শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত গৃহকর্মী শহীদুল ইসলাম ওরফে শহীদের রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদন খারিজ করে দিয়েজেন আপিল বিভাগ।

সকালে এ বিষয়ে শুনানির জন্য নির্ধারিত দিনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ দেন। আসামিপক্ষে আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস কে সাহা। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মনোজ ভৌমিক।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান গুলশানে নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত রায় ঘোষণা করেন।

রায়ে শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়।