আড়িপাতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: ওবামার মুখপাত্র

আড়িপাতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: ওবামার মুখপাত্র

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ট্রাম্প টাওয়ারে ফোনে আড়িপাতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র কেভিন লুইস। শনিবার তিনি এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট থাকাকালে বারাক ওবামা কিংবা হোয়াইট হাউজের কেউই কোনো মার্কিন নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি।

কেভিন লুইস বলেন, ওবামা প্রশাসনের আত্যাবশ্যক নিয়ম ছিল, বিচার বিভাগ কর্তৃক পরিচালিত কোনো স্বাধীন তদন্তে, হোয়াইট হাউজের কোনো কর্মকর্তা কখনোই হস্তক্ষেপ করবে না। বরং তার সময়ে মানুষ অনেক স্বাধীনতা উপভোগ করেছে।

শুক্রবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প টাওয়ারে আড়িপাতার নির্দেশ দিয়েছিলেন বারাক ওবামা। এ ঘটনাকে ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ডেমোক্রেট নির্বাচনী প্রচারণা শিবিরে, আড়িপাতার ঘটনার জন্য কুখ্যাত ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’র সঙ্গে তুলনা করেন ট্রাম্প।

অবশ্য তার এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।