‘পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েল কোনও পদক্ষেপই নেয়নি’

‘পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েল কোনও পদক্ষেপই নেয়নি’

শেয়ার করুন

1.6492607.255519196বিশ্বসংবাদ ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েল কোনও পদক্ষেপই নেয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়ক নিকোলায় ম্লাদেনোভ ইসরায়েল-ফিলিস্তিনি পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সবগুলো বসতিই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।  নিকোলায় ম্লাদেনোভ  বলেন, পশ্চিম তীরে প্রায় ২ হাজার ৮০০ বসতি নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েল। এর আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গুড়িয়ে দেওয়া হয়েছে ১১৭টি ফিলিস্তিনি বাড়ি। এ কারেণ এখন বাস্তুহারা হয়ে পড়েছে অন্তত ১৪৫ জন ফিলিস্তিনি। এরপর তিনি খান আল আহমার গ্রামের কথা তুলে ধরেন।

তিনি বলেন, এটা একটি আবদ্ধ সামরিক অঞ্চল হয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় সৃষ্ট মানবিক পরিস্থিতি মোকাবিলায় তিনি সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। যেকোনও সময় এটি ভয়াবহ রুপ ধারণ করবে বলে আশংকা প্রকাশ করনে ম্লাদেনোভ।