টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন

cricket-BG20150318214316স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশে ফিরেছেন মুশফিকুরু রহীম ও মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি।

সুপার ফোরের লড়াই আজ ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। আফগানিস্তানের সাথে বড় হারের ধকল সামলে ওঠার আগেই বড় প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। সূচিগত কারণে টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। তাকের নেই কোন ভ্রমণের ঝামেলা। কারণ তারা সবগুলো ম্যাচই খেলবে দুবাইতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তারা একদিন বিশ্রামও পাচ্ছে। সাথে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে তারা আছে ফুরফুরে মেজাজে।

অন্য দিকে বাংলাদের খেলতে হচ্ছে টানা ম্যাচ।  আবুধাবি থেকে খেলেই আসতে হয়েছে দুবাইতে। এদিনে পরিসংখ্যানও যোজন ব্যবধানে এগিয়ে রাখছে ভারতকে। এশিয়া কাপে দশবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে নয়বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে একবার হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের।  ২০১২ সালের আসরে নিজেদের মাটিতে ভারতকে পরাজিত করে টাইগাররা।

বাংলাদেশ একাদশ :

লিটন, নাজমুল, সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মেহেদী মিরাজ, মাশরাফি, রুবেল, মোস্তাফিজ।