চীনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

_103471908_gettyimages-871917758-1বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার কাছ থেকে সামরিক বিমান ও ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

চীন সম্প্রতি রুশ সুখোই সু-৩৫ জেটবিমান ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে। তবে রুশ পার্লামেন্ট সদস্য ফ্রাঞ্জ কিনসেভিচ দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞায় তাদের অস্ত্র বিক্রিতে কোনও প্রভাব ফেলবে না। ২০১৪ সাল থেকে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় সমর্থন দেয়নি চীন।

এছাড়া  চলতি মাসের শুরুর দিতে রুশ সামরিক মহড়রাতেও অংশ নেয় তারা। ২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকে রাশিয়ার।