উ.কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা সিঙ্গাপুরে

উ.কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা সিঙ্গাপুরে

শেয়ার করুন

4850বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় উত্তর কোরীয়ার শীর্ষ কর্মকর্তা এখন সিঙ্গাপুরে।

সোমবার রাতেই কিমের প্রধান সহযোগিদের একজন কিম চ্যাং সন সিঙ্গাপুরে পৌছে গেছেন বলে রয়টার্স জানিয়েছে। তবে সিঙ্গাপুর পৌঁছানোর আগে বেইজিং হয়ে এসেছেন সন।  আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। সোমবার মার্কিন সরকারি কর্মকর্তাদের একটি দলও জাপানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ইয়োকোতা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটিতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর অপারেশন্স জো হ্যাগিন রয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য প্রাক-অগ্রবর্তী দল সিঙ্গাপুরে গিয়েছে।

সপ্তাহখানেক আগেও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর এর আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত চাপ দিচ্ছে অভিযোগ তুলে কিমও সম্মেলন বাতিলের হুমকি দিয়েছিলেন।