ইসরায়েল-ফিলিস্তিন শান্তি স্থাপনে সবকিছু করবেন ট্রাম্প!

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি স্থাপনে সবকিছু করবেন ট্রাম্প!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনে সবকিছুই করবেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জেরুজালেমের বেথেলহেমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, দুই দেশের মানুষের কাছে শান্তির নতুন বার্তা দিতে যুক্তরাষ্ট্র অবশ্যই কিছু করবে বলে আশ্বাস দেন ট্রাম্প। দুজনের বৈঠককে ‘আশার উদয়’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি স্থাপনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তাই শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ট্রাম্পের এই বক্তেব্যকে অভিনন্দন জানিয়েছেন মাহমুদ আব্বাস।

সংঘাত অব্যাহত থাকায়, শান্তি প্রক্রিয়া নিয়ে গত তিন বছরে কোনো আলোচনায় বসেননি নেতানিয়াহু-আব্বাস। বরং আন্তর্জাতিক আইন ও হুশিয়ারি লঙ্ঘন করে ফিলিস্তিনি এলাকায় বসতি উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপন করছে ইসরায়েল। সফরের শেষ দিনে পশ্চিম তীর ও গাজায় সাধারণ ফিলিস্তিনিদের বিক্ষোভের মুখে পড়েন ট্রাম্প।