ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরানো হল আহসানুল পারভেজকে

ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরানো হল আহসানুল পারভেজকে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে সৈয়দ আহসানুল আলম পারভেজ আর থাকছেন না। তবে, ব্যাংকের একজন পরিচালক হিসেবে থাকবেন তিনি।

মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত বোর্ড সভায়, এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আরস্তু খান। তিনি জানান, এখন থেকে ইসলামী ব্যাংকে একজন ভাইস-চেয়ারম্যান থাকবেন। তিনি হলেন আল রাজি গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল-রাজি।

এছাড়া, ইসলামী ব্যাংকের মালিকানা থেকে পুরোপুরি চলে যাচ্ছে না ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি। তবে তাদের ৭.৫ শতাংশ খেকে শেয়ার দুই শতাংশ কমবে।

সভাশেষে আইডিবির প্রতিনিধি হিসেবে থাকা ইসলামী ব্যাংকের পরিচালক আরিফ সুলেমান জানান, আইডিবির হাতে থাকা সাড়ে ৭ শতাংশ শেয়ারের মধ্যে ২ দশমিক ১ শতাংশ রেখে বাকিটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা ভাইস-চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে সরানোর দাবি জানান। ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় আলোচিত পরিবর্তনের দ্বন্দ্বে জড়ান পরিচালকেরা।