আলেপ্পোয় তিন ঘণ্টা করে বিমান হামলা স্থগিত রাখার ঘোষণা রাশিয়ার

আলেপ্পোয় তিন ঘণ্টা করে বিমান হামলা স্থগিত রাখার ঘোষণা রাশিয়ার

শেয়ার করুন

_90747864_b4b00f59-0fe8-42af-a229-4058ef519a6f

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার আলেপ্পো নগরীতে প্রতিদিন তিন ঘণ্টা করে বিমান হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা হয়।

রুশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সের্গেই রুদস্কভ বলেন, দুর্গতদের কাছে খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ এবং অন্যান্য সমগ্রী পৌঁছনোর সুযোগ করে দিতে, এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্প্রতি সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীরা আলেপ্পোতে সরকারি বাহিনীর দীর্ঘ অবরোধ ভাঙার পর, নতুন করে অস্থিরতা দেখা দেয়।

বিদ্রোহীদের হাত থেকে আলেপ্পোর নিয়ন্ত্রণ ফিরে পেতে, রুশ যুদ্ধবিমানের সহায়তায় সেখানে হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন শহরটিতে।

বেসামরিক নাগরিকদের সাহায্যেয জাতিসংঘ প্রস্তুত রয়েছে। তবে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদের সপ্তাহে ৪৮ ঘন্টা অস্ত্রবিরতি প্রয়োজন।