ফেলপ্‌স বিহীন দিনে যুক্তরাষ্ট্রের পদক খরা

ফেলপ্‌স বিহীন দিনে যুক্তরাষ্ট্রের পদক খরা

শেয়ার করুন

Capture

স্পোর্টস ডেস্ক :

সাতাঁরে মাইকেল ফেলপস মানেই পদক তার জন্য বরাদ্দ। তবে তিনি অনুপস্থিত মানেই যুক্তরাষ্ট্রের জন্য পদক খরা। রিও অলিম্পিকে পঞ্চম দিনে পুরুষ ও নারীদের সাতাঁরে তিনটি ফাইনালে একটিতেও স্বর্ন পদক পায়নি যুক্তরাষ্ট্র।

রিওর পঞ্চম দিনে সাঁতারে ছিলো মোট তিনটি ফাইনাল । এতে অবশ্য একটিতেই ছিলেন না মাইকেল ফেলপস। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৭ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ন জেতেন কাজাকিস্তানের বালানডিন ডিমিট্রিয়া। আর দশমিক ৭ সেকেন্ড বেশী সময় নিয়ে রৌপ্য পদক পান যুক্তরাষ্ট্রের প্রিনোট জোস। ব্রোঞ্জ পদকটি আসে রাশিয়ার অ্যান্তোনের হাতে।

নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়েও পদকের ছোঁয়া পায়নি যুক্তরাষ্ট্র। ২ মিনিট ৪ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ন জেতেন স্পেনের বেলমন্তে গার্সিয়া। দ্বিতীয় হন অস্ট্রেলিয়ার মেডেলিন। তার টাইমিং ২ মিনিট ৪ দশমিক ৮৮ সেকেন্ড। তৃতীয় স্থান অধিকারী হন জাপানের হোশি নাতসোমি।