ঘুষের অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে চট্টগ্রামের মেয়রকে

ঘুষের অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে চট্টগ্রামের মেয়রকে

শেয়ার করুন
nasir ctg mayor চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন
আজম নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

ঘুষের অভিযোগ করার এক দিনের মাথায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পেলেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন। উন্নয়ন বরাদ্দ পেতে ঘুষ দিতে হয় চট্টগ্রাম সিটি মেয়রের এমন অভিযোগের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। ৭ দিনের মধ্যে তাকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে নগরীর মেয়র অভিযোগ করেন ঘুষ না দেয়ায় তার সিটি কর্পোরেশনকে কম বরাদ্দ দেয়া হয়েছে। একজন যুগ্ম সচিব ঘুষ হিসেবে তার কাছে গাড়িও দাবি করেছেন, এমন অভিযোগ করেন তিনি।

এ অভিযোগের একদিন পর বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঈদুল আজহা সংক্রান্ত এক সভা শেষে এ নিয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর সচিব জানান, মেয়রকে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে। সভায় চট্টগ্রামের মেয়রও উপস্থিত ছিলেন।

পরে সভায় অংশ নেয়া ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে জানতে চাওয়া হয় প্রকল্প বরাদ্দ পেতে তাদেরও ঘুষ দিয়ে হয় কিনা?

তবে বুধবার সচিবালয়ের ওই সভা শেষে স্থানীয় সরকার সচিবের সঙ্গে দেখা করে চলে যাওয়ার সময় অবশ্য চট্টগ্রামের মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি