আবারও উনের সাথে সাক্ষাৎ করবেন পম্পেও

আবারও উনের সাথে সাক্ষাৎ করবেন পম্পেও

শেয়ার করুন

5d6f6cee2d66498f9baf0f6c0a458923_18বিশ্বসংবাদ ডেস্ক :

পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনা এগিয়ে নিতে আবারও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নুয়েটস জানায়: আগামী রোববার উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আরেক দফা ট্রাম্প-কিম বৈঠক আয়োজনের চেষ্টা চালাতে থাকা পম্পেও জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে জানানো হয়।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, এছাড়াও উত্তর কোরিয়ার প্রধান মিত্র দেশ চীনও সফর করবেন মাইক পম্পেও। দেশটির পারমাণবিক ও ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় এসব সফর করেছেন তিনি।

পিয়ংইয়ং আশা করে চুক্তিতে পৌঁছাতে পারলে শাস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে তারা। আর এই সফর অনুষ্ঠিত হলে এটি হবে উত্তর কোরিয়ায় মাইক পম্পেও এটি চতুর্থ সফর হবে। শনিবার টোকিও থেকে নিজের সফর শুরু করবেন পম্পেও। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করবেন তিনি।