হাতিরঝিল থানার মামলায় ফখরুলসহ বিএনপির সাত শীর্ষ নেতার আগাম জামিন

হাতিরঝিল থানার মামলায় ফখরুলসহ বিএনপির সাত শীর্ষ নেতার আগাম জামিন

শেয়ার করুন

image-160059-1538548432নিজস্ব প্রতিবেদক :

সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত শীর্ষ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য ছয় নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও  সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপি নেতারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।