সার্চ কমিটিতে নাম দিয়েছে আ.লীগ বিএনপিসহ ১৮ টি দল

সার্চ কমিটিতে নাম দিয়েছে আ.লীগ বিএনপিসহ ১৮ টি দল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে গঠিত সার্চ কমিটির কাছে নামের প্রস্তাব দিয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ১৮ টি দল।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদের হাতে নামের চিঠি তুলে দেন।

বিএনপির জমা দেয়ার পর দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল দলের প্রস্তাবিত নামের চিঠি পৌঁছে দেন।

কিন্তু কাদের নাম প্রস্তাব করা হয়েছে এ বিষয় মুখ খোলেননি দুই দলের কেউ।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে পাঁচ জনের নামের প্রস্তাব জমা দিতে বলেছে সার্চ কমিটি।
এদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৮ টি দল নাম জমা দিয়েছে।