মুম্বাই হামলার অভিযুক্ত হাফিজ সাঈদকে গৃহবন্দি

মুম্বাই হামলার অভিযুক্ত হাফিজ সাঈদকে গৃহবন্দি

শেয়ার করুন

_93880620_saeedবিশ্বসংবাদ ডেস্ক :

মুম্বাই হামলায় অভিযুক্ত লস্কর ই তৈয়বা প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দি করার কথা স্বীকার করেছে পাকিস্তান।

২০০৮ সালে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেল, ইহুদি কেন্দ্র এবং রেলস্টেশনে সন্ত্রাসী হামলা হয়। ওই ঘটনায় অন্তত ১৬৬ জন নিহত হন।

ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজকে দায়ী করে আসছে ভারত। অভিযোগ সত্বেও তিনি এতদিন ধরে পাকিস্তানে অবাধে চলাফেরা করছিলেন। যুক্তরাষ্ট্রও মনে করে ওই হামলার পেছনে হাফিজের হাত ছিল। তবে, মুম্বাই হামলার সাথে জড়িত কথা বারবার অস্বীকার করেছেন তিনি।

এদিকে পাকিস্তান জানায়,  হাফিজ সাঈদকে ভারতের হাতে তুলে দেয়ার জন্য যথেষ্ঠ প্রমাণ তার বিরুদ্ধে নেই। এ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনাও চলছিল।

হঠাৎ করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবার নেতা হাফিজ সাঈদকে গ্রেপ্তার করে লাহোরে গৃহবন্দি রাখে পাকিস্তান সরকার। হাফিজের একজন মুখপাত্র অভিযোগ করেন, আমেরিকার চাপে পাকিস্তান সরকার হাফিজ সাঈদকে গৃহবন্দি করেছে।