‘শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে’

‘শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে’

শেয়ার করুন

pmনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই পরিচালিত এক জরিপে এ ফলাফল এসেছে। প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৬ শতাংশ নাগরিকের প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন আছে, ৬৪ শতাংশ নাগরিক সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি।

জরিপে বলা হয়, ৬২ শতাংশ নাগরিক মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে। আর ৬৮ ভাগ নাগরিক জননিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। এর মধ্যে ৫৭ ভাগ মনে করছেন, সামনে জননিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হবে।

সরকারি বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রেও জনসন্তুষ্টির পরিমাণ বেড়েছে। জনস্বাস্থ্য খাতে সরকারি সেবায় সন্তুষ্ট ৬৭ ভাগ মানুষ এবং বিদ্যুৎ সরবরাহ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৪ ভাগ নাগরিক। দেশের বর্তমান গণতান্ত্রিক আবহ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৫১ ভাগ নাগরিক। ৮১ ভাগ জনগণ জানিয়েছে, আগামী নির্বাচনে তারা ভোট প্রদান করবেন। এই বছরের এপ্রিলের ১০ তারিখ থেকে ২১ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়।