সাফ ফুটবল খেলা দেখানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম শুরু

সাফ ফুটবল খেলা দেখানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম শুরু

শেয়ার করুন

BBনিজস্ব প্রতিবেদক :

পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে দেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এর ফলে বাংলাদেশের দর্শকরা টিভিতে সাফ ফুটবলের সব ম্যাচ দেখতে পারবেন।

স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল গত ১১ মে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ। স্যাটেলাইটটি নিজ অক্ষে অবস্থান নেয়ার পর সংকেত পাঠাতে শুরু করে। তারপর পরীক্ষা-নিরীক্ষা চলে সম্প্রচারের জন্য। সব পরীক্ষা সফল হওয়ার পরই স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন।

বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। কিভাবে সম্ভব হলো? সেই গল্প শোনালেন স্যাটেলাইটির তদারক সংস্থার চেয়ারম্যান।

কেনইবা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে বেছে নেয়া হলো। সেটাও ব্যাখ্যা করলেন তিনি।

তদারক সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লি.-বিসিএসএল আরো জানায় : সারা দেশের দর্শকরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমের সুফল পেতে আরো কিছু সময় লাগবে। কারিগরি সহযোগিতা সম্পন্ন হওয়ার পরই অক্টোবরের মাঝামাঝি নাগাদ দেশের সবগুলো টিভি স্টেশন এই স্যাটেলাইটের আওতায় আসবে।