পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হলেন ডা. আরিফ আলভি

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হলেন ডা. আরিফ আলভি

শেয়ার করুন

5b8e97d1d8821
বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা আরিফ আলভি।

মঙ্গলবার সিনেট এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদ ও সিনেটের ৪৩২ জন সদস্য এতে অংশ নেন। ডা. আরিফ আলভির পক্ষে ভোট পড়ে ২১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুত্তাহিদা মজলিস ই আমলের নেতা মওলানা ফজলুর রহমান পেয়েছেন ১৩১টি ভোট। আর পাকিস্তান পিপলস পার্টির নেতা আইতজাজ আহসান ৮১টি ভোট পেয়েছেন। আটটি ভোট বাতিল করা হয়েছে।

ফলাফল প্রকাশের পর আরিফ আলভি জানান, পাকিস্তানের সব মানুষের প্রেসিডেন্ট হিসেবে যথোপযুক্ত দায়িত্ব পালন করে যেতে চান।