আত্মপক্ষ সমর্থনের জন্য ২৬ জানুয়ারি পর্যন্ত সময় পেলেন খালেদা

আত্মপক্ষ সমর্থনের জন্য ২৬ জানুয়ারি পর্যন্ত সময় পেলেন খালেদা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সময় পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকালে, আলিয়া মাদ্রাসা মাঠে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে হাজির হন খালেদা। এ সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম অনুসন্ধানকারী তদন্ত কর্মকর্তা নূর আহমেদকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

নূর আহমেদ এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর, পুরো তদন্ত শেষ না করেই খালেদা জিয়ার বিষয়ে অসমাপ্ত প্রতিবেদন দুদকে জমা দিয়েছিলেন। এরপর নতুন কর্মকর্তা হারুনুর রশিদকে নিয়োগ দেয় দুদক। পরবর্তী সময়ে তিনি খালেদা জিয়াসহ অন্য আসামীদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল করেন।