শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শেয়ার করুন

img_145312547414531254743005নিজস্ব প্রতিবেদক :

মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশ বিদেশ থেকে মুসল্লীরা জমায়েত হচ্ছেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। তাদের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসনও।

প্রতি বছরের মতো এবারও সারা বিশ্বের তবলিগ জামাতের লাখো মুসল্লি জড়ো হচ্ছেন টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে। তাবলীগ জামায়াতের বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার থেকে। তবে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে আমল ও আখলাখের ওপর আম বয়ান।

ময়দানে জায়গা সংকুলান না হওয়ায় এবারও দেশের ৬৪ জেলাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। এবছর বিশ্ব ইজেতমার দুই পর্বে ৩২ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। প্রথম পর্ব শেষ হবে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ২২ জানুয়ারি। আগামী বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বাকি ৩২ জেলার মুসল্লীরা।

এদিকে লাখো মুসল্লীর এই জমায়েতকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন। বিদেশি মেহমানদের জন্য এবারই প্রথম নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও।