হানিফ ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি সরাতে হবে

হানিফ ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি সরাতে হবে

শেয়ার করুন

hanif-fliover-file20170710114433
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি অপসারণ করতেই হবে। এর আগে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার সকালে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চে এ সিদ্ধান্ত হয়।
হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে, নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা আবেদন এদিন খারিজ করে দেন আপিল বিভাগ।

একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৩১ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ, স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে সিঁড়ি অপসারণের নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২ জুলাই আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।