‘প্রাদুর্ভাব বাড়লেও চিকুনগুনিয়া মহামারী নয়’

‘প্রাদুর্ভাব বাড়লেও চিকুনগুনিয়া মহামারী নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়লেও মহামারী আকার ধারণ করেনি বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মশাবাহিত এই রোগ প্রতিরোধে মশা নিধনের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।

সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার ২৮তম বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের প্রস্তুতি জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং বাল্যবিবাহ রোধসহ নানা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন : চিকুনগুনিয়া রোগিদের সেবা দিতে সারা দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সতর্ক রাখা হয়েছে।