আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও ক্রীড়া দিবস পালনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও ক্রীড়া দিবস পালনের সিদ্ধান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছর থেকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং আগামী বছর থেকে ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভা এ সংক্রান্ত অনুমোদন দেয়।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসরদের সংঘটিত গণহত্যা নিয়ে, ৭১টি ডাকটিকেটের একটি অ্যালবাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে নিয়মিত সভায় বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত চুক্তির খসড়া অনুমোদিত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে গণমাধ্যমকে জানান।