শ্রদ্ধা নিবেদনের জন্য চার ঘণ্টার জন্য উন্মুক্ত হলি আর্টিজান

শ্রদ্ধা নিবেদনের জন্য চার ঘণ্টার জন্য উন্মুক্ত হলি আর্টিজান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শ্রদ্ধা নিবেদনের জন্য হলি আর্টিজান রেস্তোরার আগের ভবনটি শনিবার চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকছে।

সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত সবার জন্য খুলে দেয়া হবে ভবনটি। শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি তৈরি করা হয়েছে ভবনের সামনে। এরইমাঝে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি এবং জাইকার কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

যদিও পুলিশের কড়াকড়ি থাকায় সেই ছবি নিতে পারেনি গণমাধ্যম।